ফয়েজ আহমেদ,গোয়াইঘাট থেকে::সিলেটের গোয়াইনঘাট উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সোনার বাংলা স্কুলের সাবেক সকল এস এস সি পরিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্টিত হয়েছিল ফুটসাল টুর্নামেন্ট। ৩০ আগস্ট সিলেটের মহাজনপট্টি লেটস ফুটবল গ্রাউন্ডে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। একদিনের এই টুর্নামেন্টে মোট ১১ টি ব্যাচের ১৪ টি দল অংশগ্রহণ করে।
খেলার ফলাফল:
চ্যাম্পিয়ন ২০১৯ ব্যাচ
রানার-আপ ২০১৪ ব্যাচ
ম্যান অব দ্যা টুর্নামেন্ট: জুবেল ২০১৪ ব্যাচ।
ম্যান অব দ্যা ফাইনাল: রেজওয়ান ২০১৯ ব্যাচ।খেলাটি সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন- সুজন-২০১৬ ব্যাচ, শিপন -২০১০ ব্যাচ, রুহুল -২০১০ ব্যাচ, সম্মিলিত-২০০৯ ব্যাচ,আনিসুর রহমান ২০১০ ব্যাচ। এছাড়া পরিশ্রম দিয়ে ও সহযোগিতা করেন আরো অনেক। বিশেষ ভাবে যার অবদান সবচেয়ে বেশি এস এস সি ২০১২ ব্যাচের জুয়েল আহমেদ।
এক সপ্তাহ আগে থেকে বিভিন্ন গ্রুপ ভিত্তিক এবং সরাসরি আলাপ আলোচনা করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ও বাস্তবায়ন করেছেন। এছাড়া নুরুজ্জামান বাবর,সামস উদ্দীন আজাদ,আবু সাঈদ,আনিসুর রহমান,সুজন আহমেদ সহ আরো অনেকে।