নূরুদ্দীন রাসেল(সিলেট) :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উল্লেখযোগ্য হারে দারিদ্র্য বিমোচন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও অন্যান্য গনমুখী কর্মকাণ্ডে দ্রুত এগিয়ে যাওয়ায় বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত, এ ক্ষেত্রে প্রবাসীদের অবদান কোন অংশে কম নয়। আলহাজ্ব কাপ্তান হোসেন-এর মতো লোকজন শুধু সমাজ শক্তিশালীকরণে নয়, অর্থনীতির গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। আমাদের এখন প্রয়োজন নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলির মানুষ, আর তাহলে সম্ভব বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত।
তিনি বৃহস্পতিবার সিলেট শহরের একটি রেস্টুরেন্টে প্রবাসী কমিউনিটি নেতা কাপ্তান হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আয়োজিত সংঘটনের আহবায়ক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক উৎফল বড়ূয়ার পরিচালনায় মৌলানা কে এম মিনহাজের কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট নারী নেত্রী নুরুন্নাহার বেবী, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সিলেট বিভাগীয় প্রধান জয়নুল আলম, ইস্পাহানি টি লিমিটেড এর সিলেট বিভাগীয় প্রধান আনিছুজ্জামান পাঠওয়ারী, এস এস এন্টারপ্রাইজ এর এ এইচ চৌধুরী সেলিম, ডাঃ তছলিম খাঁন, আবুল হোসাইন, জাকির হোসেন বিদ্যুৎ, শাহরিয়ার আহমদ ও অলিউর রহমান প্রমুখ।