1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএলের নিলামে সাকিবের নাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই বিষয়টি কর্তৃপক্ষকে যথাসময়ে না জানানোর কারণেই এক বছর নিষিদ্ধ হন বাংলাদেশি অলরাউন্ডার। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতেই আবারও আইপিএল নিলামে সাকিবের নাম। জাকজমক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগটির নিলামে নাম নিবন্ধন করেছেন সাকিব।

সাকিবের ভিত্তিমূল্য দুই কোটি রুপি। এই অঙ্ক নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য। সাকিবসহ আর মাত্র দশজন ক্রিকেটার এই মূল্যে নাম নিবন্ধন করেছেন।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী আইপিএলে খেলতে সাড়া বিশ্বের মোট ১ হাজার ৯৭ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তার মধ্যে ভারতীয় ৮১৪ জন, বাকি ২৮৩ জন বিদেশি। বিদেশিদের মধ্যে সাকিবসহ বাংলাদেশি আছেন মোট ৫ জন।

সাকিব এবং বাকিদের কেউ দল পেলেন কিনা সেটা জানা যাবে সপ্তাহ দুই পর। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিলাম অনুষ্ঠিত হবে। নিলাম অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩টায়।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে জাতীয় দলের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলা সাকিব এই মুহূর্তে চোট সমস্যায় ভুগছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব। কাল সফরকারী দলটির বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ফের চোট পান বাংলাদেশি তারকা। ফলে আজ তাকে ছাড়াই ক্যারিবিয়ানদের বিপক্ষে তৃতীয় দিন পার করেছে বাংলাদেশ। সাকিব ঠিক কতোদিন পর মাঠে ফিরবেন তা নিয়ে পরিস্কার বার্তা পাওয়া যায়নি এখনো।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি