তিনি বিশ্বসেরা অলরাউন্ডার, একই সঙ্গে তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া একমাত্র ক্রিকেটার। সাকিব আল হাসানের কথা বলা হচ্ছে। অনেকদিন ব্যাটে রান পাচ্ছিলেন না সাকিব। আজকের জন্য হয়তো জমিয়ে রেখেছিলেন! দলের বাকি ব্যাটারদের ভুলের পর ভুলে দল যখন হার দেখছিল তখনই অফ ফর্ম কাটিয়ে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে অনেকটা একাই জেতালেন সাকিব। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশ তিন উইকেটের জয় এনে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
রোববার (১৮ জুলাই) হারারের স্পোর্টস ক্লাব মাঠে বল হাতে দুটি উইকেটও নিয়েছেন তিনি। সাকিবময় এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে নিল বাংলাদেশ।
দলের জয় যখন নিশ্চিত হলো সাকিব তখন ৯৬ রানে অপরাজিত। এ নিয়ে চারবার নব্বাই পেরিয়ে সেঞ্চুরি পেলেন না সাকিব। ৯৬ রানে থামতে হয়েছে দুই বার। আজকের মতো আগেরবারও ছিলেন অপরাজিত। নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। কারণ আর একটু হলে সেঞ্চুরি সংখ্যা বাড়তে পারত আরও চারটি।