স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির যে খবর প্রচার করা হয়েছে সেটি মিথ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান এর ৭ দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন।’