1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন

সাফে বাংলাদেশের দারুণ সূচনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে গোল করেছেন আকলিমা খাতুন, অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।


শুক্রবার (৩ জানুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই দারুণ ফুটবল খেলেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। শাহেদ আক্তার রিপার পাস ধরে বক্সে ঢুকে পরেন আকলিমা। তারপর কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

১৩ মিনিটে আবারও গোল পায় বাংলাদেশ। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে সুবিধাজনক স্থানে বল পেয়ে যান অধিনায়ক শামসুন্নাহার। সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেন বাংলাদেশ অধিনায়ক। ২৪তম মিনিটে ব্যবধান কমায় নেপাল। কর্নার কিক থেকে বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো মনমায়া দামাই। কোনাকুনি শটে গোল আদায় করেন তিনি।


পরে সমতা ফেরার বহু চেষ্টা করেও সফল হয়নি নেপাল অনূর্ধ্ব-২০ নারী দল। যোগ করা সময়ে গোল করে ব্যবধান ৩-১ করেন রিপা। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজ ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত অনূর্ধ্ব-২০ নারী দল।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি