সাফ জয়ী তিন ফুটবলারকে সংবর্ধনা

স্বরবর্ণ ডেস্ক: লাল গালিচা আর জমকালো আয়োজনে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী সাতক্ষীরার কৃতি তিন নারী ফুটবলার অধিনায়ক সাবিনা খাতুন, মাছুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে তাদের গণসংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, আফঈদা খন্দকার প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান পিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন, ক্রীড়া সংস্থার আইনুল ইসলাম নান্টা।