ঢাকা: পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিহান্ত থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। সাবমেরিন আইএনএস আরিহান্তের অটোমেটিক সিস্টেম এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ পরীক্ষা ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে একটি মাইলফলক।
এর আগে আইএনএস আরিহান্ত পানির নিচে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল। তবে এবার সমুদ্রগর্ভ থেকে আকাশে মিসাইল ছুড়ল সাবমেরিনটি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ভারত এখন সাবমেরিন থেকে পাকিস্তান বা চীনের ভূমিতে পারমাণবিক মিসাইল দিয়ে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে।
আইএনএস আরিহান্ত শ্রেনির সাবমেরিন ভারতের নিজস্ব তৈর। এটি রাশিয়ার আকুলা শ্রেনির সাবমেরিন থেকেও উন্নত বলে দাবি করে ভারত।
শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আইএনআস আরিহান্তে ব্যবহৃত সকল অস্ত্রব্যবস্থা সফলভাবে পরীক্ষা করা হয়েছে। সাবমেরিনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ার ব্যবস্থা বা এসএলবিএম পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ব্যাপক পরিসরে পরীক্ষা করা হয়েছে। নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পরিচালিত পরীক্ষাটি ভারতের পারমাণবিক নীতি অনুসরণ করে করা হয়েছে। পারমাণবিক অস্ত্র নিয়ে ভারতের নীতি হলো ‘প্রথম ব্যবহার না করা’।