আগামী কয়েক দিনের মধ্যে শীত কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের যেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে সেসব জায়গা থেকেও তা কিছুটা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।