1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন

সারা দেশে ১৪ দিন ‘শাট ডাউন’ দেয়ার সুপারিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১

ঢাকা: নভেল করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে ১৪ দিন শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পরিস্থিতি বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সারাবাংলার সঙ্গে এ ব্যাপারে কথা বলেন।

তিনি বলেন, সংক্রমণ পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির ওপর নির্ভর করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বলেন, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ বিবেচনায় নেওয়া হবে। করোনা সংক্রমণ কমাতে যা করা দরকার তাই করা হবে।

ঢাকার চারপাশের জেলাগুলোতে লকডাউন দেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, তারপরেও নানা ভাবে ঢাকায় আসছে লোকজন। সংক্রমণ যেনো কমানো যায় সেজন্য বিশেষজ্ঞরা কাজ করছেন।

এর আগে, বৃহস্পতিবার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সারাদেশে ১৪ দিন শাটডাউন দেওয়ার সুপারিশ করে।

কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনার ভারতীয় ডেল্টা ধরনের সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে। এরইমধ্যে, এর প্রার্দুভাব বেড়ে গেছে এবং সারাদেশে ৫০ টির বেশি জেলায় উচ্চ সংক্রমণ লক্ষ্য করা গেছে।

তারও আগে, সারাদেশে করোনা সংক্রমণ রোধে ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়। আর ৫ এপ্রিল থেকে দেশব্যাপী জারি করা কঠোর বিধিনিষেধ চলবে ১৫ জুলাই পর্যন্ত।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি