অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্সের পর র্যাংকিংয়ে সাকিব আল হাসানের যে উন্নতি হবে সেটা অনুমিতিই হলো। আজ আনুষ্ঠানিক ঘোষণায় জানা গেল, সিংহাসনেই উঠে বসেছেন বাংলাদেশি অলরাউন্ডার। আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসি র্যাংকিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে উঠে বসেছেন তিনি।
সাপ্তাহিক হালনাগাদ শেষে বুধবার (১১ আগস্ট) র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা যাচ্ছে অলরাউন্ডারদের ক্যাটাগরিতে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ছাড়িয়ে দুই নম্বরে থেকে শীর্ষে ওঠে বসেছেন সাকিব। এদিকে, মোস্তাফিজুর রহমান ২০ ধাপ এগিয়ে ঢুকে পড়েছেন বোলিং র্যাংকিংয়ের সেরা দশে।