1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন

সিরিয়ায় ইসরাইলি হামলার অভিযোগ, ১১ সেনা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানার প্রতিবেদন বলে হয়, বুধবার (৯ জুন) ইসরাইলের ছোঁড়া মিসাইল মধ্য সিরিয়ার দামেস্কাসে আঘাত হেনেছে। তবে ইসরাইল এখনও এ হামলার দায় স্বীকার করেনি।

খবর বলা হয়, লেবাননের আকাশসীমা থেকে ইসরাইলের যুদ্ধবিমান সিরিয়ায় প্রবেশ করে। এসময় ইসরাইলি আগ্রাসন ঠেকাতে সিরিয়ার মিসাইল প্রতিরোধ ব্যবস্থা সচল হয়ে উঠে।

বার্তাসংস্থা সানার খবরে মিসাইল বিস্ফোরণে কেউ নিহত হয়েছেন কি না তা জানানো হয়নি। তবে সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, এ মিসাইল হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর কমপক্ষে ১১ জন যোদ্ধা নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধকালীন পরিবেশ পর্যবেক্ষক ওই সংস্থাটি জানায়, সিরিয়ান সেনাবাহিনীর সাতজন সৈন্য এবং জাতীয় প্রতিরক্ষা বিভাগের চারজন মিলিশিয়া ওই মিসাইল হামলায় নিহত হয়েছেন।

সংস্থাটি এএফপিকে জানিয়েছে, হামলাটি মূলত খিরবেত আল তিন নামক এলাকায় একটি বিমানঘাঁটি ও লেবাননের হিজবুল্লাহর একটি অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হয়।

এ ব্যাপারে ইসরাইলের সেনাবাহিনী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি