সিলেটস্থ গৌরারং ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক এস আই রিয়াজ আলম সংবর্ধিত

নূরুদ্দীন রাসেল(সিলেট)::সিলেটস্থ সুনামগঞ্জ জেলার গৌরারং ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক এস আই রিয়াজ আলম এর বদলি জনিত কারণে তাঁর সম্মানে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার ১৫ জানুয়ারী রাত ৮ ঘটিকার সময় এস আই উমরগনী রাসেল এর বাসায় সংগঠনের সভাপতি সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী’র সভাপতিত্বে অনুস্টানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. আতিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক নিখিল চক্রবর্তি,সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক্ব, ক্রীড়া সম্পাদক আসন আলী ডালিম,মাওঃ আরশদ নোমান ইচ্ছার চরী, সিনিয়র সদস্য-আবুল ফজল, তাফাজ্জুল হক্ব সুমন,জসিম উদ্দিন,মৃদুল কান্তি দাস,অসিত কুমার দাস,শাহ আলম ফাহিম প্রমুখ।

অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সংবর্ধিত ব্যক্তি এস আই রিয়াজ আলম,অনুস্টান পরিচালনা করেন এস আই উমরগণী রাসেল।

সাধারণ সম্পাদক কে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *