নিউজ ডেস্ক ::আদালতের নির্দেশের ১৭ বছর পরও এক ব্যক্তির জমি নামজারি না করায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ ৬ জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। অন্যরা হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস, সৈয়দ আমিনুর ইসলাম, রেভিনিউ ডেপুটি কালেক্টর কাজী আরিফুর রহমান, মো. ইশতিয়াম ইমন, সহকারী কমিশনার (ভুমি) বিশ্বনাথ ফাতেমা তুজ জোহরা।
সোমবার সিলেটের যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক আলী মনসুর এ নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন এপিপি অ্যাডভোকেট আলতাফ হোসেন।
তিনি জানান, আদালত সার্বিক পর্যবেক্ষনে ওই ৬ জনের বিরুদ্ধে কেন আদালত অবমাননা আইন-২০১৩ সনের ২(৬)/১৩ ধারা মতে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে না তা আগামী ৭ জানুয়ারি স্ব-শরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন। ব্যর্থতায় আইনানুগতভাবে বাদীর দাখিলা আদালত অবমাননার দরখাস্ত নিষ্পত্তি করা হবে।