আজ ১৯শে নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত সিলেটের ঢাকাদক্ষিণে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে জনসচেতনতা ও রক্তদানে উদ্বুদ্ধকরণে লক্ষ্যে ঢাকাদক্ষিণ মাদ্রাসার সাবেক দীর্ঘদিনের মুহতামিম,খলিফায় মাদানী রাহঃ হযরতুল আল্লাম মাওলানা শেখ ইউনুস আলী শায়খে রায়গড়ী রাহঃ স্মৃতি সংসদ ঢাকাদক্ষিণ এর উদ্যোগে এবং হিলফুল ফুযুল ব্লাড ফাউন্ডেশন ঢাকাদক্ষিণ এর ব্যববস্থাপনায়
“বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং” অত্যান্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন হয়েছে।
আগত অতিথিদেরকে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়ার মাধ্যমে রক্ত গ্রুপ নির্ণয়ের কার্যক্রম শুরু হয়৷হিলফুল ফুজুল ব্লাড ফাউন্ডেশন ঢাকাদক্ষিণ এর সদস্য মাওলানা শেখ আব্দুল্লাহ উসামার উপস্থাপনায় এবং হিলফুল ফুজুল ব্লাড ফাউন্ডেশন ঢাকাদক্ষিণ এর ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল ইকরামার পবিত্র কুরআন তেলায়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা করা হয়৷
এতে সভাপতিত্ব করেন মাওলানা শেখ আব্দুল আহাদ রায়গড়ী৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আব্দুর রহিম,ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মদ্রাসার শাইখুল হাদীস ও নইবে মুহতামিম মাওলানা ময়নুল ইসলাম খান, ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার শিক্ষক ও সাহেবজাদায়ে রায়গড়ী রাহ.শেখ খালেদ সাইফুল্লাহ, রায়গড় উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, মানবাধিকার কর্মী মাওলানা বুরহান উদ্দিন,ঢাকাদক্ষিণ মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুল আহাদ নগরী, মাওলানা খালেদ আহমদ ফারুক, মাওলানা আব্দুল মুনঈম খান,ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ খয়রুল আমিন মাহমুদী,৬নং ঢাকদক্ষিণ ইউপি সচিব মোস্তাফিজুর রহমান,৫নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম আহমদ,ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি জনাব বদরুল ইসলাম জামাল,৪নং ওয়ার্ড ইউপি সদস্য হুসাইন আহমদ,জমিয়ত নেতা মাওঃ ফয়সল আহমদ,
মানবতার সেবা সংগঠনের উপদেষ্ঠা সদস্য শেখ লোকমান আহমদ রিপন, পপুলার ফার্মেসীর সত্বাধিকারী রায়হান আহমদ।হিলফুল ফুজুল ব্লাড ফাউন্ডেশন ঢাকাদক্ষিণের আজীবন দাতা সদস্য জনাব তামিম আহমদ, সভাপতি সেলিম হাছান, সিনিয়র সহ-সভাপতি সাইদুল হক জাবের, সহ-সভাপতি শাহিন আহমদ,সহ-সভাপতি আবিদুর রহমান,সাধারণ সম্পাদক রাজু আহমদ,সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,কোষাধক্ষ্য এম.এল কামরুল ইসলাম,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আহমদ এবং গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি মান্না আহমদ,সাংবাদিক কর্মী আযিযুর রহমান খান,
এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন রাজন আহমদ,বকর আহমদ, মুন্না আহমদ, পাভেল, কামিল, এমাদ উদ্দিন, আবু সাইদ, আব্দুস ছামাদ আজাদ, আহাদ, সাইদ আহমদ, মুরাদ, আরসাদ উদ্দিন, আব্দুর রহমান, রাহিম আহমদ, জাবেদ, শাহ আলম, বাবু,শাওন সহ হিলফুল ফজুল ব্লাড ফাউন্ডেশন ও বিভিন্ন সামাজিক সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ৷
মহাগ্রন্থ আল-কোরানে বর্ণিত – “এবং যে ব্যক্তি একটি প্রাণ বাঁচালো যেমন নাকি সে সমগ্র মানবজাতিকে বাঁচাল”এ শাশ্বত বাণীর বাস্তব প্রতিফলন ও “স্বেচ্ছায় করলে রক্তদান হাসবে রুগী বাঁচবে প্রাণ” স্লোকের মর্ম অনুধাবন কল্পে আজকের ব্লাড ক্যাম্পেইনে সর্বমোট ৩০০ জন সচেতন নাগরিক অংশগ্রহণ করে মনোরম পরিবেশে সুষ্ঠু ভাবে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছেন এবং প্রায় সকলেই স্বেচ্ছায় রক্তদানের আগ্রহ প্রকাশ করেছেন ৷