নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর জিন্দাবাজার এলাকাস্থ পালকি রেস্টেুরেন্টে একাধিকবার অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধ করছে না রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টে মুখরোচক খাবারের নামে খাওয়ানো হয় বিষাক্ত রাসায়নিক, মানব শরীরের জন্য ক্ষতিকর রং।
জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে পালকি রেস্টেুরেন্টে একজন ক্রেতা খিচুড়ির অর্ডার দেন। ৪০টাকা দামের ওই খিচুড়ির সাথে এক টুকরো মুরগীর মাংস দেয়া হয়। খাবার খাওয়ার এক পর্যায়ে ওই ক্রেতা মুরগীর মাংসের টুকরোর মধ্যে লোম দেখতে পান। সাথে সাথে বিষয়টি রেস্টুরেন্টের সার্ভিসে থাকা এক যুবককে অবহিত করার পর তিনি দায়িত্বরত ম্যানেজারকে বিষয়টি দেখান। ম্যানেজার বিষয়টি দেখার পরেও ক্রেতার কাছ থেকে খিচুড়ির টাকা রসিদ দিয়ে আদায় করেন।
এরআগে গত বুধবার (৯ ডিসেম্বর) পালকি রেস্টুরেন্টে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট। অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার দায়ে পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।