ডেস্ক রিপোর্ট : সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম এর সাথে ২২শে নভেম্বর শনিবার সন্ধ্যায় ডেইলি বিডি নিউজ ও শ্রীহট্ট টকস্ এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন ডেইলি বিডি নিউজ ডটনেটের সম্পাদক ফারহানা বেগম হেনা,জনপ্রিয় টকশো শ্রীহট্ট টকস্ এর উপস্থাপক আশীষ দে,সিলেট টেলিগ্রাফের সম্পাদক যীশু আচার্য ও সাবলু পাঠক প্রমুখ।
এসময় প্রতিনিধিদলের সদস্যরা আকবরকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা ও সিলেট জেলা পুলিশকে উন্নত আধুনিক একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে মোঃ ফরিদ উদ্দিন পিপিএম এর সাহসী এবং বিচক্ষণ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।