সিলেটে আসা প্রবাসীরা উঠলেন ৭ হোটেলে

নিজস্ব প্রতিবদেক :: সিলেটে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আসা ১৫৭ জন প্রবাসী উঠেছেন ৭টি আবাসিক হোটেলে। এসব হোটেলে তারা চার দিনের বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করবেন।

১৫৭ জনের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ২৬, হোটেল অনুরাগে ৪৭, হোটেল নূরজাহান ২১, হোটেল হলিগেটে ২৭, হোটেল হলি সাইডে ৭, হোটেল স্টার প্যাসিফিকে ৫ ও হোটেল লা রোজে ২৪ জন প্রবাসী উঠেছেন।

বিষয়টি সিলেটভিউ-কে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের।

এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে ১৮০ জন প্রবাসী সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ১৫৭ জনকে সিলেটে রেখে বাকি ২৪ যাত্রী নিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমান বন্দর ত্যাগ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের ১৫৭ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালনের জন্য সরকারের নির্ধারিত বাসযোগে সিলেট নগরীর ৭টি হোটেলে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *