1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন

সিলেটে জিপিএ-৫ বেড়েছে তিন গুণেরও বেশি!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

জ্যেষ্ঠ প্রতিবেদক :: ২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

ফলাফলে দেখা গেছে, সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ২০১৯ সালের চেয়ে তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে!

সিলেট শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ২ হাজার ১৩৩ জন ও মেয়ে ২ হাজার ১০৯ জন।

২০১৯ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১০৯৪ জন। ওই বছরের চেয়ে এবার ৩ হাজার ১৪৮ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এর আগে, ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ৮৭৩ জন, ২০১৭ সালে পেয়েছিল ৭০০ জন আর ২০১৬ সালে পেয়েছিল ১৩৩০ জন।

এদিকে, এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩ হাজার ৭৫৮ জন রয়েছেন।

মানবিক বিভাগ থেকে ২৭১ জন পেয়েছেন জিপিএ-৫।

এছাড়া ব্যবসা শিক্ষা বিভাগের ২১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কবির আহমদ জানান, সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সিলেট জেলার ২ হাজার ৮২০ জন শিক্ষার্থী, মৌলভীবাজারের ৬৯৭ জন, হবিগঞ্জের ৫৩২ জন ও সুনামগঞ্জের ১৯৩ জন শিক্ষার্থী রয়েছেন।

সিলেট শিক্ষা বোর্ডে ২০২০ সালে ২৯৬টি প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৩২৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছিল। এদের সবাইকে অটোপাস দেওয়া হয়েছে।

২০১৯ সালে বোর্ডে পাসের হার ছিল ৬৭.০৫।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি