বুম বক্স কমিউনিকেশনস এর উদ্যোগে সিলেট এর নারী উদ্যোক্তাদের কে নিয়ে ব্যবসায়ী যোগাযোগ উন্নতিকরন বিষয়ক এক সেমিনার বুম বক্স এর কনফারেন্স রুমে ২০জানুয়ারী বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয় এতে ব্যবসায়ী বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করেন,, স্কেল আপ এর ফাউন্ডার তাবেন্দা হোসাইন,, চিরাচরিত এর স্বত্বাধিকারী সুলতানা পারভিন,ঐশী আর্টিস্টি এর স্বত্বাধিকারী মেহনাজ ফাতেমা ঐশী, সিলেটি সুন্দরী ফুরি এবং সুন্দরী ডটকমের স্বত্বাধিকারী সৈয়দা রুমা হক, গ্ল্যাম ডাস্ট এর স্বত্বাধিকারী আমিনা খুশি..
উক্ত সেমিনার এ সিলেট এর প্রায় ৫০জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন,,সেমিনার শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের কে বুম বক্স এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়