সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ফাজিলচিশতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন নগরীর বনকলাপাড়ার বাসিন্দা সজিব ও লুৎফুর।
জানা যায়, ফাজিলচিশত পয়েন্টে এইটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই এই দুইজন মারা যান। তারা দুইজন ছাত্রদল কর্মী ছিলেন।
এদিকে ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন ও ট্রাক ভাঙচুর করেন। পাশাপাশি মিয়া ফাজিলচিস্ত এলাকায় ট্রাকে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। এসময় ৪টি গাড়ি পুড়ে যায়। ঘণ্টখানেক চেষ্টার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন।
কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, ট্রাক চাপায় দুইজন মারা গেছেন।বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাংচুর করছে।