সিলেটে মোটরসাইকেলের মালিককে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাাতালের গেইটের অপরপাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। অনেক খোঁজাখুজির পরেও পুলিশ মোটরসাইকেল মালিকের কোন সন্ধান পায়নি।

পুলিশ ধারণা করছে মোটরসাইকেল কোথাও থেকে চুরি করে চোরচক্র নিতে না পেরে রাস্তায় ফেলে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার (৩০ জানুয়ারি) কোতোয়ালি থানার এসআই রমাকান্ত দাসের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।  পুলিশ জানায়, সিলভার রংয়ের মোটরসাইকেলটি আরএক্স-১০০ সিসির ইয়ামাহা। যাহার ইঞ্জিন নং-1L1588156, চেসিস নং-অস্পষ্ট।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ রাস্তা থেকে ইয়ামাহা ১০০ সিসির একটি সিলভার রংয়ের মোটরসাইকেল উদ্ধার করেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *