নিজস্ব প্রতিবেদক :: সিলেটে রোকসানা আক্তার নামের এক নারীর কাছ থেকে প্রায় ২৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-৯ এর একটি দল সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে রোকসানা আক্তার (৩৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
আটক রোকসানা সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চোধুরীর স্ত্রী।
পরে রোকসানাকে এসএমপি’র শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।