জ্যেষ্ঠ প্রতিবেদক :: রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। দেশ এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে সিলেটে ‘স্বাধীনতা টাওয়ার’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এমনটাই জানিয়েছেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার বিকালে সিলেটের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ‘উন্নয়ন অগ্রযাত্রা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
ড. মোমেন বলেন, সিলেটে ‘স্বাধীনতা টাওয়ার’ নির্মাণ করতে চাই আমরা। এজন্য জমি প্রয়োজন। মেয়রকে বলেছি, তিনি জমি দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘স্বাধীনতা টাওয়ার’ নির্মাণ করতে টাকা নিয়ে সমস্যা হবে না। টাকার বন্দোবস্ত মোটামুটি হয়ে আছে।
অনুষ্ঠানের সিলেট নগরীর উন্নয়নে ও শৃঙ্খল নগরী গড়তে ৮টি প্রস্তাবনা তুলে ধরেন মেয়র আরিফ।
পরে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সিলেটের উন্নয়নে তাঁর পক্ষ থেকে যা করা দরকার, তা তিনি করবেন।