সিলেটে হোটেল সোনালীতে আকস্মিক অভিযান, ১২ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ভয়াবহ আকার ধারণ করেছে অবাধ যৌনতা। একেকটি আবাসিক হোটেল যেন পরিণত হয়েছে মিনি পতিতালয়ে। এবার নগরীর একটি আবাসিক হোটেল থেকে অসমাজিক কাজে লিপ্ত থাকার দায়ে  ১২ নারী-পুরুষকে আটক করেছে সিলেট কোতোয়ালি মডেল থানাপুলিশ।

গতকাল বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, পোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় হোটেল সোনালীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৬ নারী ও ৬ পুরুষকে আটক করে একদল পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী (পিপিএম-বার)। অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট  কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ, ওসি (তদন্ত) মোহাম্মাদ ইয়াছিন এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান।

তারা অসামাজিক কাজে লিপ্ত ছিলেন জানায় পুলিশ।  আটক ১২ নারী-পুরুষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *