নূরুদ্দীন রাসেল ::সিলেট নগরীর রাজা জিসি হাই স্কুলে ৩১ মে সোমবার বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর এর উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ও রাজা জিসি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত এর সভাপতিত্বে,সচিব ও দি এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খসরুজ্জামান তাপাদার,সহ-সভাপতি লুৎফুর রহমান চৌধুরী,খালেদ নুরুল হোসেন,জহুরা বেগম,পাটানটুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম,সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক,দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক শমশের আলী,বাদাঘাট মডেল স্কুলের প্রধান শিক্ষক আহমদ আলী,অতিরিক্ত সচিব মোস্তফা কামাল খান,যুগ্ম সচিব অসীম রঞ্জন তালুকদার,ননী গোপাল রায়,বাহার উদ্দিন আকন্দ,সাংগঠনিক সচিব মো আব্দুল বাছিত এবং মহি উদ্দিন আহমদ,খালেদা বেগম,শর্মিলা দাশ,আতিকুর রহমান,আব্দুল রকিব মানিক,আব্দুজ জহির,হাছিনা মমতাজ,মানিক খান,স্বপন চক্রবর্তী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মুমিত বলেছেন,সিলেট মহানগরীর সকল মাধ্যমিক বিদ্যালয় একযোগে কাজ করে সফল ও ঐক্যবদ্ধ সমিতির নজির স্হাপন করতে হবে।