সিলেট হতে দেশীয় রাইড শেয়ারিং কোম্পানি ‘গতি’ র পরীক্ষামূলক যাত্রা শুরু

মহান বিজয় দিবসে আধ্যাত্মিক রাজধানী সিলেট হতে দেশীয় অত্যাধুনিক রাইড শেয়ারিং এ্যপ ‘গতি’র পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। আজ বিকেল ৩.১৫ মিনিটের সময় গতির ফেসবুক পেইজে যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়। এসময় নিউইয়র্ক থেকে যুক্ত হন কোম্পানীর পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) উবায়দ আনসারী। এ উপলক্ষে কোম্পানির নাইয়পুলস্থ সিলেট অফিসে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,সিলেট মহানগর আওয়ামিলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা মুখলিছুর রহমান,কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর আবুল কালাম আজাদ, সি.ও.ও এম জি রব্বানী তাপাদার, মাওলানা কাওসার আহমদ চৌধুরী, মাওলানা জিল্লুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মাসুম আহমদ ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গতির পক্ষ থেকে জানানো হয়, এখন প্লে-স্টোর থেকে যে কেউ Gothi এ্যপটি স্মার্টফোনে ইনস্টল করে নিলে তাদের পরিষেবা উপভোগ করতে পারবেন। এছাড়া গতির সাথে ব্যবসায় আগ্রহীরা কোম্পানির সিলেট অফিসে যোগাযোগ করতে পারবেন এবং রাইডাররাও তাদের মোটরসাইকেল, কার,মাইক্রো ও সিএনজি সিলেট অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ উপস্থিত হয়ে রেজিষ্টেশন করাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *