ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থা(সূসকস)”এর আয়োজনে ২৭ শে নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় দৌলতপুর নতুন বাজারে,করোনা ভাইরাস পরিস্থিতিতে সমাজের অসহায় ,দরিদ্র ও কর্মহীন
অর্ধশতাধিক মানুষদের মাঝে
( করোনায় – ১০ ম ধাপে)
খাদ্য সামগ্রী বিতরন
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী মজনু এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: বাবুল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরমন্ডল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: সফিকুল ইসলাম।
প্রধান আলোচক
হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
সিলেট জেলার যুগ্ম সম্পাদক সম্পাদক ও যুব সংগঠক মো: জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন বিশিষ্ট সমাজসেবক
মালেকা বেগম,তরীকুল জান্নাত ইসলামীয়া মাদ্রাসা হবিগঞ্জ এর মুহতামীম আলহাজ্ব
মাওলানা আব্দুস সাত্তার,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ
সম্পাদক আলী হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট জেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: নাজিম উদ্দিন,
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজিল আহমদ, গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি জিবি টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো : নাইমুল ইসলাম, প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ সিলেট জেলার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: মাহফুজুর রহমান,
সিলেট ইয়ুথ ডেভেলপমেন্ট
সোসাইটির সাহিত্য সম্পাদক:
মো: সাফওয়ান আহমদ সোহান,
প্রমুখ।
উল্লেখ্য যে,সূর্যতরুণের উদ্যোগে করোনায় বিগত ৯ম ধাপ পর্যন্ত সমাজের অসহায়,দরিদ্র ও কর্মহীন ৭২৫ টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।