1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন

সেঞ্চুরি পেলেন শান্তও, বাংলাদেশের লিড ৪৭৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুলাই, ২০২১

হারারে টেস্টের আগে জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর বলেছিলেন, আমাদের অনেক ভুগিয়েছে বাংলাদেশ, এবার শোধ তুলতে চাই। জিম্বাবুয়ের মাঠে খেলা, বাংলাদেশের জন্য কন্ডিশনটা কঠিন। সেই কারণেই কথাটা বলেছিলেন টেলর। কিন্তু হচ্ছে তো উল্টোটা! জিম্বাবুয়ের মাটিতে তাদেরই যেন পিষে মারছে মুমিনুল হক সৌরভের দল! মাহমুদউল্লাহ, লিটন দাস, তাসকিন আহমেদ প্রথম ইনিংসে ব্যাট হাতে শাসন করেছেন। পরে সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ স্পিন বিষে ভুগিয়েছেন। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ভোগালেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি তুলে নিয়েছেন দুজনই।

এই দুজনের সেঞ্চুরিতে হারারে টেস্টে লিডের পাহাড় গড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯২ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৪৭৬।

জিম্বাবুয়েকে আগেভাগে ব্যাটিংয়ে পাঠাতে চতুর্থ দিনে দ্রুত রান তোলার প্রয়োজন ছিল। শান্ত সেই ভূমিকাটা পালন করলেন দারুণভাবে। তিনে নেমে পুরো ইনিংসেই রান তুলেছেন ওয়ানডে গতিতে। ১১৭ রান করেছেন মাত্র ১১৮ বল খেলে। ছক্কা মেরছেন ৬টি, চার ৫টি।

সেঞ্চুরি পেলেন শান্তও, বাংলাদেশের লিড ৪৭৬

এর আগে সেঞ্চুরি পেয়েছেন সাদমানও। আজ চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার সময় ২২ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরু থেকেই খেলেছেন নিজের মতো করে। খুব বেশি সুযোগ দেননি প্রতিপক্ষ বোলারদের। ১৯৬ বল খেলে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলতে চার মেরেছেন ৯টি।

এর আগে ৪৩ রান করে আউট হয়েছেন তরুণ ওপেনার সাইফ হাসান। এখন পর্যন্ত এটাই সাইফের পাঁচ টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ। একটা আক্ষেপ রয়েই গেল। অল্পের জন্য ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিটা পেলেন না তরুণ ওপেনার। রিচার্ড নাগারাভার দারুণ এক ডেলিভারিতে ক্যাচ আউট হওয়ার আগে ৯৬ বলের ইনিংসটিতে চার মেরেছেন ৬টি।

এর আগের মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি এবং মুমিনুল হক, লিটন দাস ও তাসকিন আহমেদের হাফ সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রান তোলে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের পাঁচ উইকেট ও সাকিব আল হাসানের চার উইকেটে পরে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ২৭৬ রানে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি