স্টাফ রিপোর্টার:: আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফখরুল ইসলাম সাইস্তা। তিনি মোগলাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন।
জানা যায়, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের জন্য প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ভোটাধিকার প্রয়োগ করেন। তৃণমূলের ভোটে ফখরুল ইসলাম সাইস্তা জয়লাভ করেন।
এই নির্বাচনেও সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন ফখরুল ইসলাম শাইস্তা।