সুরাইয়া পারভীন লিলি
আগস্টের কাল রাত্রি
হারিয়ে গেছো তুমি….
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
হানাদাররা ফুটিয়ে বুলেট
কেঁড়ে নিয়েছিলো তোমার প্রাণ ।
তুমি ছিলে বাংলাদেের স্বপ্নদ্রষ্টা
সোনার বাংলা গড়ার কারিগর,
তোমাকে হারিয়ে বাঙালী জাতি
হারিয়েছে বলিষ্ঠ কন্ঠস্বর।
তুমি হারিয়ে গেছো পৃথিবী থেকে
কিন্তু,রয়ে গেছো বাঙ্গালীর হ্নদয়ের মাঝে,
আকাশ বাতাসে ছড়িয়ে আছো তুমি
তোমার ছোঁয়া পাই যে সকল কাজে।
তুমি চলে গেছো আমাদের ছেড়ে
চলে গেছো অনেক দূরে,
তোমাকে আমরা রেখেছি ধরে
দেশের গানের সুরে।
ভোর হতেই তোমাকে দেখি আমরা
দেখি যে সূর্যের পাশে,
রাত্রি বেলায় তোমার ছবি
চাঁদিমায় যেন হাসে।
হানাদার আর নরপশুদের
করবো আমরা শেষ,
তোমার স্বপ্নের দেশকে করবো
আমরা সোনার বাংলাদেশ।
বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
লেখক::মহিলা সম্পাদিকা,স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট ও নার্সিং অফিসার,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।