নিউজ ডেস্ক :: বিশিস্ট ব্যবসায়ী ও সুরমা ভয়েস টুয়েন্টি ফোর ডটকমের উপদেষ্টা রেনু শর্মা ও সিলেট সিটি করপোরেশনের চীফ সার্ভেয়ার বেনু শর্মা’র মা মালন্তী রাণী শর্মা’র আত্নার শান্তি কামনার্থে প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ১৭ আগস্ট মঙ্গলবার পারিবারিক ভাবে বার্ষিক শ্রাদ্ধ অনুস্টান সম্পন্ন হয়েছে।
মালন্তী রাণী শর্মা গত ২৯ জুলাই ২০২০ ইং পরলোকগমন করেন।মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর।
তিনি সিলেট নগরীর হাওলদার পাড়ার নিজ বাসায় পরলোকগমন করেন।তাঁর শেষ কৃত্য সুনামগঞ্জের জগন্নাথপুরের নিজ বাড়িতে সুসম্পন্ন হয়।