নিউজ ডেস্ক :: ১৫ আগস্ট সিলেট নগরীর রাজা জিসি হাই স্কুলে দোয়ারাবাজার সমিতি, সিলেট এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো.শমসের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ছায়াদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সভায় সংযুক্ত ছিলেন জননেতা মুহিবুর রহমান মানিক এমপি সুনামগঞ্জ -৫।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মো. আব্দুর রহিম চেয়ারম্যান,উপজেলা পরিষদ, দোয়ারাবাজার,মো. ইদ্রিস আলী বীরপ্রতীক
ও সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ দোয়ারাবাজার,
মো. আব্দুল মজিদ বীরপ্রতীক, প্রকৌশলী এম এ হালিম, বীর প্রতীক।
প্রধান বক্তা ছিলেন, সহযোগি অধ্যাপক মো. সামছুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
স্বাগত বক্তব্য রাখেন, মহিতোষ মজুমদার বসু,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মোহন লাল দাস মৃদুল, আব্দুল বাছিত, এডভোকেট মুস্তাফিজুর রহমান রাজীব, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ছালেহা বেগম,
আব্দুল জব্বার, মো আব্দুল হাকিম প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন মো. আলমগীর হোসেন প্রভাষক, মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজ।
কোরআন তেলাওয়াত করেন মুফতি মাওলানা আব্দুস সালাম, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা সাদিকুর রহমান।