1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন

হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ মে) সকাল ৯টা ৫০ মিনিটে একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ট্রান্সফরমারে বিস্ফোরণে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্যাসভিত্তিক এই উৎপাদন কেন্দ্রে আগুনের কুন্ডলী দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মোতাহার হোসেন জানান, সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির শাহজিবাজার ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এরপর ট্রান্সফরমারটিতে আগুন ধরে যায়। আগুনের কুন্ডলী দেখে এলাকাবাসী কিছুটা আতঙ্কিত। তবে এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কোনটিরই ব্যাঘাত ঘটেনি।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি