1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন

হাথুরাসিংহেই হলেন বাংলাদেশের হেড কোচ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

ঢাকা: জল্পনার অবসান হলো অবশেষে। আবারও বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পেলেন চন্ডিকা হাথুরুসিংহে। হেড কোচ হিসেবে শ্রীলংকান এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

হাথুরুসিংহের আবারও জাতীয় দলের কোচের পদে ফেরার আলোচনা জোরেসোরেই চলছিল। এর মধ্যে আজ নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছাড়েন লংকান এই কোচ। তখনই আন্দাজ করা যাচ্ছিল বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্বে আবারও তিনিই বসতে যাচ্ছেন। খানিক বাদেই এলো আনুষ্ঠানিক ঘোষণা।


প্রথম দফায় ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করেছেন হাথুরুসিংহে। সে সময় তার অধীনে বেশ কিছু স্মরণীয় সাফল্য পেয়েছিল বাংলাদেশ। তবে তার কোচিং পন্থা নিয়ে সমালোচনাও হয়েছিল।

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে নিজ দেশ শ্রীলংকার হেড কোচের দায়িত্ব নেন হাথুরু। সেই অভিজ্ঞতা অবশ্য ভালো হয়নি। অল্প কয়েক মাস পরই বরখাস্ত হন। সেখান থেকে ফিরেছিলেন নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্বে। সেখান থেকেই আবারও ফিরলেন বাংলাদেশের হেড কোচের দায়িত্বে।


পুরনো দায়িত্বে ফিরে শ্রীলংকান এই কোচ নিজের অভিব্যক্তিতে বলেছেন, ‘আবারও বাংলাদেশের কোচের দায়িত্বের সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। যখন বাংলাদেশে থেকেছি, আমি এখানকার মানুষের আন্তরিকতা ও সংস্কৃতি পছন্দ করেছি। আমি ক্রিকেটারদের সঙ্গে কাজ করা ও তাদের সাফল্য উপভোগ করতে পারার দিকে তাকিয়ে আছি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে চান্ডিকার অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের জন্য বাড়তি পাওয়া। এটা ক্রিকেটারদেরও লাভবান করবে। সে প্রমাণিত টেকটিশিয়ান, আমরা তার প্রথম মেয়াদে দলে ইম্প্যাক্ট দেখেছি।’

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি