1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি এ টি এম শামসুজ্জামান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা এ টি এম শামসুজ্জামান। পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে বৃহস্প্রতিবার বিকেলে তাকে ভর্তি করানো হয়।

এ টি এম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল আহমেদ গণমাধ্যমকে জানান, দুই দিন ধরে খাবার খেলেই তার বাবার বমি হতো। শ্বাসকষ্টও হচ্ছিল। আজ শ্বাসকষ্টের মাত্রাটা বেড়ে যায়। এরপর দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক বাবাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সবাই বাবার জন্য দোয়া করবেন।

আজগর আলী হাসপাতালের ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে এ টি এম শামসুজ্জামানের চিকিৎসা চলছে। এর আগেও কয়েক দফায় হাসপাতালে ভর্তি ছিলেন এ টি এম শামসুজ্জামান।

২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান এ টি এম শামসুজ্জামান। এ পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি