হাসপাতাল থেকে বাসায় অপূর্ব, দেখালেন ‘ভি’ চিহ্ন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

ছোটপর্দার শীর্ষ নায়ক জিয়াউল ফারুক অপূর্ব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৯ দিন যাবত হাসপাতালে ভর্তি। বুধবার (১১ নভেম্বর) তিনি বাসায় ফিরেছেন। বাসায় ফেরার আগে তোলা এক সেলফি তিনি ‘ভি’ চিহ্ন দেখান।

জানা গেছে দুদিন ধরে অপূর্বের শরীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসা যাওয়ার অনুমতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পুরোপুরি করোনামুক্ত ঘোষণা করার জন্য কদিন পর আবার টেস্ট করা হবে।

১ নভেম্বর করোনায় আক্রান্ত হন অপূর্ব। দুদিন পরই তার শরীরে প্রচণ্ড জ্বর, খিঁচুনি, মাথাব্যথা, রক্তপ্রবাহ রক্তপ্রবাহে সমস্যা দেখা যায়। শারীরিকভাবে প্রচণ্ড দুর্বলতা অনুভব করেন অভিনেতা।

৩ নভেম্বর মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয় অপূর্বকে। এ সময় রক্তে কয়েকটি ইনফেকশন ধরা পড়ে। তখন চিকিৎসকেরা জনপ্রিয় অভিনেতাকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *