রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের নেতৃত্বে ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন জানিয়েছেন, হাসান আজিজুল হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া ডায়াবেটিস ও শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন তিনি। তার করোনা হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। সবমিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন।
এর আগে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে রাজশাহী থেকে ঢাকায় আনা হয়।