বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি শংকামুক্ত নন।
সোমবার সিটিস্ক্যান রিপোর্ট অনুযায়ী তাঁর ফুসফুসের ৫৫ শতাংশ নিউমোনিয়ায় আক্রান্ত এবং হৃদপিণ্ডে সামান্য সমস্যা রয়েছে। তবে এ পর্যন্ত চারবার পরীক্ষার পরও তিনি কোভিড-১৯ পজেটিভ নন বলে জানা গেছে। চিকিৎসার এ পর্যায়ে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রেখে ক্ষতিগ্রস্ত অঙ্গের চিকিৎসা একটি বড় ধরনের চ্যালেঞ্জ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত ২১ আগস্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গুরুতর অসুস্থতায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী থেকে প্রথমে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তার সমস্যা মাল্টি ডিসিপ্লিনারি হওয়ায় হৃদরোগ ইনস্টিটিউট থেকে চিকিৎসকগণ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করেন। সেখানে নেবার পর তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা চলছে।
সামান্য সুস্থ বোধ করলেও এখনো তিনি যেহেতু আশঙ্কামুক্ত নন তাই তাকে দেখতে আসা বা তার সাথে কথা বলবার চেষ্টা করা থেকে সকলকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে হাসান আজিজুল হকের পরিবারের পক্ষ থেকে।