1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন

হৃদয়ের ব্যাটে শীর্ষস্থান মজবুত করল সিলেট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

নবম বিপিএলে টানা তিন ম্যাচ ম্যাচসেরা হওয়া তাওহিদ হৃদয় আঙুলের ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরে তারপর তিন ম্যাচ রান পাননি সিলেট স্ট্রাইকার্সের তরুণ তারকা। অবশেষে আগের সেই হৃদয়ের দেখা মিলল আজ। দুর্দান্ত এক ইনিংস খেলে খুলনা টাইগার্সের বিপক্ষে দলকে জিনিয়েছেন তরুণ হৃদয়।

হৃদয়ের সঙ্গে সিলেটের অপর তরুণ ব্যাটার জাকির হাসানও আজ দুর্দান্ত এক ফিফটি করেছেন। ঝড়ো ব্যাটিং করেছেন জিম্বাবুয়ান অলরাউন্ডার রায়ান বার্লও। সব মিলিয়ে আগে ব্যাটিং করতে নেমে ১৯২ রানের পাহাড় গড়েছিল মাশরাফি বিন মুর্তজার সিলেট। পরে ১৬১ রানে থেমেছে খুলনার ইনিংস।

দশম ম্যাচ খেলতে নেমে অষ্টম জয় পেল মাশরাফি বিন মুর্তজার সিলেট। যাতে সবার আগে নবম বিপিএলের প্লে-অফ নিশ্চিত হলো দলটির।

সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফর্মে থাকা সিলেট পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই মেরে খেলতে চেয়েছেন ওপেনিংয়ে নামা হৃদয়। ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত অবশ্য আজ সুবিধা করতে পারেননি।

দলীয় ২৫ রানের মাথায় ১২ বলে ৬ রান করে ফিরেছেন। তবে তারপর হৃদয় ও জাকির সেই ধাক্কাটা বুঝতেই দেননি। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৬৮ বল খেলে ১১৪ রান তোলেন দুজন। জাকির ৩৮ বলে ২টি চার ৪টি ছয়ে ৫৩ রান করে ফিরেছেন। তাতে অবশ্য সিলেটের রানের গতি কমেনি।

চারে নেমে ঝড় অব্যাহত রাখেন রায়ান বার্ল। তাওহিদ হৃদয় ৪৯ বল খেলে ৯টি চারের সাহায্যে ৭৪ রান করে ফিরেছেন। বার্ল ১১ বলে ১ চার ২ ছয়ে ২১ রান করে অপরাজিত ছিলেন। শেষ দিকে মাত্র ৭ বলে ১৭ রান তোলেন থিসারা পেরেরা।

হৃদয়ের ব্যাটে শীর্ষস্থান মজবুত করল সিলেট

বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে পরে শুরু থেকেই ধুঁকেছে খুলনা। নেদারল্যান্ডসের ওপেনার আন্দ্রে বালবার্নি ফিরেছেন দলীয় ১১ রানের মাথায়। দলীয় ২০ রানে ফিরেছেন তামিম ইকবাল। সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে এরপরও বলের সঙ্গে পাল্লা দিয়ে বড় ইনিংস খেলতে পারেননি অন্য কেউ।

মাঝে আজম খান ১৭ বলে ৩৩ রান করেন। ২২ বলে ৩৩ রান করেন শেই হোপ। খুলনার পক্ষে ২১ বলে তৃতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন মাহমুদুল হাসান জয়। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে থেমেছে খুলনা। সিলেটের হয়ে পেসার রুবেল হোসেন ৪ ওভারে ৩৭ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি