হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সাড়ে তিন ঘণ্টার মধ্যে পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে। হেফাজতের সদ্যসাবেক আমির জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
রোববার রাতে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আহ্বায়ক কমিটির অন্য চারজন হলেন- মহিবুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী।
প্রথমে তিন সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় রোববার দিনগত রাত আড়াইটার দিকে।
পরে ভোর ৪টার দিকে সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরীকে এই কমিটির সদস্য করা হয়েছে বলে জানানো হয়।
মহিবুল্লাহ বাবুনগরী আগের কমিটির প্রধান উপদেষ্টা আর নুরুল ইসলাম মহাসচিব ছিলেন।
রোববার রাত ১১টার দিকে এক ভিডিও বার্তায় দেশের বর্তমান পরিস্থিতির কারণে হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জুনায়েদ বাবুনগরী।
কমিটি বিলুপ্তির ঘোষণা আসার পর সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাওলানা মঈনুদ্দিন রুহী রাত সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় জুনায়েদ বাবুনগরীর গঠিত কমিটিকে অবৈধ বলে আখ্যায়িত করেন।
একই সঙ্গে সাবেক আমির আহমাদ শফীর অনুসারীরা ওই কমিটি মানেন না জানিয়ে তিনি সঠিক আদর্শের নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে হেফাজতের শিগগিরই নতুন কমিটি করার ঘোষণা দেন।
রুহীর বার্তার পরপরই বাবুনগরীর বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ রাতে বৈঠক করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।