ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
ব্রাহ্মণবাড়িয়া: নিরাপত্তাজনিত ঝুঁকি কাটিয়ে ১১ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে পুনরায় ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রাম ও নোয়াখালীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শয়েব আহমেদ জানান, রোববার (২৮ মার্চ) রাত ১০টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে গতকাল সকাল নয়টায় সিলেটের উদ্দেশে পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়। এরপর থেকে হেফাজতে ইসলামের ডাকা হরতালে উত্তপ্ত পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়।