সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেও দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার। এ ক্ষেত্রে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য এই লকডাউন কার্যকর করা হতে পারে।
শুক্রবার (৯ এপ্রিল) নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, গত একসপ্তাহ ধরে সরকার বিভিন্ন ধরনের বিধিনিষেধ জারি করেছে। কিন্তু এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। সে কারণেই ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয়ভাবে চিন্তা-ভাবনা করছে সরকার।