সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ ডিসেম্বর) বড় ধরনের উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
এদিকে, দিনশেষে ডিএসইর সার্বিক মূল্যসূচক ৫ হাজার ৩০০ পয়েন্ট অতিক্রম করেছে, যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৫ কোটি ৬৮ লাখ টাকা।
দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৩৮টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর।
অপরদিকে, সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪০ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২২৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৪৯ লাখ টাকা।