ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) সংক্রমিত ২০০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু হলো ১৮ হাজার ৩২৫ জনের। একই সময়ে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন নতুন রোগী। এ নিয়ে দেশে ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন করোনা রোগী শনাক্ত হলেন।
মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত সোমবার (১৯ জুলাই) করোনায় ২৩১ জনের মৃত্যু হয়। এটি ছিল সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১১ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল। এটি ছিল দ্বিতীয় রেকর্ড। শেষ ছয়দিনে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭৩ জন রোগীর।
গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন নতুন রোগী। যা এর আগের দিন ছিল ১৩ হাজার ২৩১ জন। এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। এর আগে গত ১২ জুলাই একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।