সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ৯৭ জন মারা গেছেন। আগের দিন ১০১ জন মারা গিয়েছিলেন এই ভাইরাসের সংক্রমণে। তবে মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে সংক্রমণ। আগের দিন ২ হাজার ৯২২টি নমুনায় এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ৩০৬ জনের মধ্যে।
এ নিয়ে দেশে করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল ৭ লাখ ৪৮ হাজার। করোনায় মৃত্যু ছাড়িয়েছে ১১ হাজার একশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৪১ জনসহ করোনা সংক্রমণ থেকে মোট সুস্থ হলেন ৬ লাখ ৬১ হাজার।
সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়েছে।