ঢাকা: দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা গতকালই একশর নিচে নেমেছে। ওইদিন করোনায় ৯১ জন মারা যায়। আজও মৃত্যু ৯০-এর ঘরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯৫ জন। এছাড়া একই সময়ে নতুন করে আরও ৪ হাজার ২৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বাড়লেও সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ হাজার ২৮০টি নমুনায়। আগের দিন ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্ত হয়েছিল ৪ হাজার ৫৫৯টি।
বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।