ঢাকা: সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৬ জনের শরীরে। ফলে গত ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে।
রোববার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।