1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
সোমবার, ২৩ মে ২০২২, ০৫:৫৩ অপরাহ্ন

২৫ পুলিশ সুপারের বদলি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ ১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রাঙামাটি জেলার এসপি আলমগীর কবীরকে পুলিশ অধিদপ্তরে, বরিশালের এসপি মো. সাইফুল ইসলামকে সিআইডিতে, কুমিল্লা জেলার এসপি সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপিতে, পাবনার এসপি শেখ রফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তর, গোপালগঞ্জের এসপি মুহাম্মদ সাইদুর রহমান খানকে সিআইডিতে, মাগুরার এসপি খান মুহাম্মদ রেজোয়ানকে সিআইডি, ঠাকুরগাঁওয়ের এসপি মোহা. মনিরুজ্জামানকে স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন-১ এ, রাজবাড়ীর এসপি মো. মিজানুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে। 

আরেকটি প্রজ্ঞাপনে মৌলভীবাজারের এসপি ফারুক আহমেদকে কুমিল্লা, বরগুনার এসপি মো. মারুফ হোসেনকে বরিশালে, কুড়িগ্রামের এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে পাবনা, শেরপুরের এসপি কাজী আশরাফুল আজীমকে গাজীপুর, নৌ-পুলিশের এসপি আব্দুল্লাহ আরেফকে খুলনা রেঞ্জে, কক্সবাজার ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জে, সিআইডির এসপি তাসমিয়াহ্ তাহলীলকে পুলিশ অধিদপ্তর এবং কক্সবাজার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. তরিকুল ইসলামকে এপিবিএন-১৬ এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে। 

এর বাইরে সিআইডির এসপি সৈয়দা জান্নাত আরাকে কুড়িগ্রামে, ডিএমপি ডিসি মীর মোদ্দাছেছর হোসেনকে রাঙামাটি, বরিশাল মহানগর পুলিশের উপ কমিশনার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনা,  এপিবিএন- ১ এর এসপি মোহাম্মদ জাকারিয়াকে মৌলভীবাজার, পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ জহিরুল ইসলামকে মাগুরা, পুলিশ অধিদপ্তরের এআইজি আয়েশা সিদ্দিকাকে গোপালগঞ্জ, ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর এবং খুলনা মহানগরী পুলিশের ডিসি এমএম শাকিলুজ্জামানকে রাজবাড়ী জেলায় এসপি হিসেবে বদলি করা হয়েছে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি