1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৯ মে ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন

২ দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

টঙ্গী (গাজীপুর): রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়া বিতর্কিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে গত মঙ্গলবার সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) শুনানী শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার (১৬ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, বিতর্কিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর অ্যাডাল্ট কনটেন্ট (পর্নোগ্রাফি) পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। মাদানীর মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নোগ্রাফির সন্ধান পায়। তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার সঙ্গে পর্নোগ্রাফি আইনের ধারা যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি